• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৫ মে ২০১৮, ২০:৫০

চট্টগ্রামের দেওয়ানজী পুকুরপাড় এলাকায় অর্ণব স্টোর নামে একটি শাড়ির দোকান থেকে শুল্কফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ বিভিন্ন পোশাক জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে দোকানটি থেকে প্রায় কোটি টাকার পোশাক জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের রাজস্ব কর্মকর্তা মো. মোরশেদ আলী চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকাল থেকে অর্ণব স্টোরে অভিযান শুরু করা হয়। এসময় দোকান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, শালসহ বিভিন্ন কাপড় পাওয়া যায়। এসব কাপড়ের শুল্ক পরিশোধজনিত কোনো কাগজ দোকানমালিক উপস্থাপন করতে পারেননি। তাই এসব কাপড় জব্দ করা হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : যতীন সরকারকে সম্মাননা দিলো নজরুল বিশ্ববিদ্যালয়
--------------------------------------------------------

তিনি আরও বলেন, জব্দকৃত কাপড়ের বাজারমূল্য এখনও হিসাব করা হয়নি। সঠিকভাবে দাম নির্ধারণের পর অর্ণব স্টোরের মালিকের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা দায়ের করা হবে।

অর্ণব স্টোরের মালিক গোপালকৃষ্ণ বলেন, আমদানি করা এসব কাপড় আমি অন্যজন থেকে ক্রয় করেছি। এগুলো আমি আমদানি করিনি। ক্রয়ের বৈধ কাগজপত্র আমরা তাদের দিয়েছি। কিন্তু তারা মূসক ডকুমেন্ট চেয়েছে। এই ডকুমেন্ট তো আমাদের কাছে নেই।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্মদিনে ছেলেকে মাহির কোটি টাকার গাড়ি উপহার
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
X
Fresh