• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি

লালমনিরহাট প্রতিনিধি

  ২৫ মে ২০১৮, ১০:৩২

সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে।

পানি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের বেশ কিছু গেট খুলে দেয়া হয়েছে বলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে। আকস্মিকভাবে পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী এলাকার উঠতি বেশ কিছু ইরি-বোরো পাকা ধান ও বাদাম ক্ষেত পানিতে ডুবে গেছে।

পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫১.০৫ সে:মি নিচ দিয়ে প্রবাহিত হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে আকস্মিকভাবে তিস্তার পানি বৃদ্ধি পাওয়া শুরু করে।

অপরদিকে তিস্তা পারের লোকজন জানান, গেল বুধবার রাত থেকে হঠাৎ তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, তিস্তার পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘তিস্তা চুক্তি সমাধানে ভারতের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে’
সবুজে ছেয়ে গেছে তিস্তারচর
তিস্তাপাড়ের বর্গাচাষী মফিজুলের ঘুরে দাঁড়ানোর গল্প
২০২৬ সালের মধ্যে তিস্তা সংকট মিটে যাবে: পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh