• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে ৩ শ্রমিক নিহত

জামালপুর প্রতিনিধি

  ২৪ মে ২০১৮, ১৮:১৯

জামালপুরের ইসলামপুর পৌরসভার মধ্য দরিয়াবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও পাঁচ শ্রমিক।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওবায়দুর (৩৫), তাহের, হাসান (৩১) ও হাসান (৩০)। তারা সবাই পল্লী বিদ্যুতের ইসলামপুর জোনাল অফিসে কাজ করতেন।

জানা যায়, প্রধান বিদ্যুতের লাইন চালু রেখেই বিকেলে ওই এলাকায় নতুন করে বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটি স্থাপনের কাজ চলছিল। এসময় খুঁটির আঘাতে পুরনো বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে নিচে শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলেই তাহের, ওবায়দুর ও হাসান নামে তিনজন মারা যান। এতে আহত হন আরও পাঁচ শ্রমিক। তাদের মধ্যে ইসলামপুর একজন এবং বাকি চারজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান আরটিভি অনলাইনকে জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
X
Fresh