• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৮ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী গুলিবিদ্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৮, ১৪:২৭

রাজশাহী হড়গ্রাম টুলটুলি পাড়ায় পুলিশ ভ্যান থেকে পালানোর সময় আজিজা খাতুন নামের এক মাদক সম্রাজ্ঞী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে চারখুঁটার মোড়ে এ ঘটনা ঘটে। পরে আহত মাদক ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাতে হড়গ্রাম টুলটুলি পাড়ার বাড়ি থেকে ৬০ পিস ইয়াবাসহ আজিজাকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাকে পুলিশ ভ্যানে নিয়ে থানায় আসার সময় চারখুঁটা মোড়ে আসলে পাহারাত নারী পুলিশ সদস্যকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় বাধ্য হয়ে পুলিশ সদস্য তাকে গুলি চালালে তার ডান পায়ে গুলি লাগে।

--------------------------------------------------------
আরও পড়ুন :ঈদে কবে কোন তারিখের ট্রেনের টিকিট
--------------------------------------------------------

তিনি জানান, আজিজার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

এদিকে, পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এসময় ২শ’ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুলাল হোসেন দুলালকে (২৩)আটক করে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী দুলাল ঈশ্বরদী পৌর এলাকার মাহাতাব কলোনীর মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।

আহত পুলিশ সদস্যরা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা হচ্ছেন, টাউন ইন্সপেক্টর শেখ মতিউর রহমান, কনেস্টবল (৩০২) রকিব উদ্দিন, কনস্টেবল (১১৭২) মিজানুর রহমান, কনস্টেবল (৯১৯) মুশিহার আলী, কনস্টেবল (৫১৪) শহিদুল ইসলাম।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার, গ্রেপ্তার ‌১
মাইকিং করে মাদক কারবারিকে হুঁশিয়ারি!
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৪ 
X
Fresh