• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাগেরহাট-৩ উপনির্বাচনে মনোনয়ন পেলেন খালেকের স্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০১৮, ২৩:১৫

খুলনা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ‍উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তার স্ত্রী হাবিবুন নাহার। খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই আসনের সংসদ সদস্য (এমপি) পদ তাকে ছেড়ে দিতে হয়।

আজ সোমবার রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা হাবিবুন নাহারকে মনোয়ন দেন। এ সময় ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন, সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদ আসন-৯৭, উপনির্বাচনে হাবিবুন নাহারকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

আগামী ২৬ জুন বাগেরহাট-৩ আসনে উপনির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ওই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় গত ১০ এপ্রিল আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে এ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

এই আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার, চিত্রনায়ক শাকিল আহসান, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক শেখ মোহাম্মদ আবু হানিফ এবং আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার ওবায়েদ।

রামপাল-মোংলা এ দুই উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন। দুই উপজেলায় ১৭টি ইউনিয়ন রয়েছে। এতে মোট দুই লাখ ২৭ হাজার ৬৪৬ ভোটার।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
ময়লা জমা দিলেই টাকা দেবে ডিএনসিসি 
অভিযান চালাতে গিয়ে মশার কবলে মন্ত্রী-মেয়র 
X
Fresh