• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনারে নেই জাতীয় পতাকা

পাবনা প্রতিনিধি

  ২১ মে ২০১৮, ১০:৪৫

পাবনার বেড়া উপজেলায় তাহেজ উদ্দিন সরকার (৮১) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে জাতীয় পতাকার বদলে চাটাই দিয়ে গার্ড অব অনার দেয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা ইউনিটের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলে দাবি করেছেন বেড়া উপজেলা প্রশাসন।

গেল শনিবার দুপুরে স্থানীয় আব্দুল খালেক স্টেডিয়ামে বেড়া পৌর এলাকার সম্ভুনাথপুর মহল্লার বীর মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

গার্ড অব অনার দেয়ার সময় উপস্থিত সবাই মরহুমের খাটিয়ার ওপর জাতীয় পতাকার বদলে চাটাই দেখে বিস্মিত হত।

এ বিষয়ে মরহুমের ছেলে মিলন সরকার আরটিভি অনলাইনকে জানান, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক আলী তার বাবাকে অসম্মান করেছেন।

বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি অনলাইনকে জানান, বিষয়টি সত্য। তবে ঘটনাটি তার চোখে পড়ে একেবারেই শেষ মুহূর্তে।

তারপরও দায়িত্বে থাকা স্থানীয় উপজেলা ইউনিট কমান্ডার ইসহাক আলীকে জিজ্ঞাসা করলে তিনি ভুল হয়েছে বলে জানান। তবে বিষয়টি স্পর্শকাতর ও মর্মান্তিক। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না। কারণ মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও জাতির বীর সন্তান। তাদের সম্মান দেখানো উচিত।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন আরটিভি অনলাইনকে বলেন, এ খবর শোনার পর একজন মুক্তিযোদ্ধা হিসেবে অপমানিত বোধ করছি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বীর মুক্তিযোদ্ধারা
যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
X
Fresh