• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বান্দরবানে পাহাড় কাটার সময় মাটিচাপায় নিহত ৪

বান্দরবান প্রতিনিধি

  ২১ মে ২০১৮, ১৩:৪০

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার সময় মাটি চাপায় নারীসহ ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা ১২ টার দিকে ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী মনজয় পাড়ার বড়ইতলী গ্রামে পাহাড় কাটার সময় মাটিচাপায় নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে জীবিত অবস্থায় ১ জনকে উদ্ধার করেছে।

হতাহত শ্রমিকদের উদ্ধারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নিহতরা হলেন জসিম উদ্দিন, নূরুল হাকিম, নূর মোহাম্মদ এবং নারী শ্রমিক সোনা মেহের। নিহতরা সবাই ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।

এদিকে ঘুমধুম ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ইতলী গ্রামে সুপায়ন বড়ুয়ার নিয়োগকৃত শ্রমিকেরা পাহাড় কাটার সময় মাটি চাপায় নারীসহ ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সরোয়ার কামাল আরটিভি অনলাইনকে জানান, পাহাড় কাটার সময় ৫ জন শ্রমিক মাটি চাপা পড়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন ও স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ১ জন জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
X
Fresh