• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কারাদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী মাহিদুরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ২১ মে ২০১৮, ১২:৪৮

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান মারা গেছেন।

রোববার রাত একটার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছে।

হালিমা খাতুন জানান, মাহিদুর রাজশাহী কারাগারে বন্দি ছিলেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গেলো ২৮ এপ্রিল অসুস্থ হলে কারাগার থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হার্ট অ্যাটাকে মারা যান মাহিদুর।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘ফুটকা গ্যাসে’ ঘুম ভেঙেছে প্রশাসনের, তবে …
--------------------------------------------------------

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ২০১৫ সালের ২০ মে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন যুদ্ধাপরাধের বিচারে গঠিত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধ চলাকালীন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণ, হত্যা ও নির্যাতনের তিনটি অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

মাহিদুর একাত্তরে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর রাজাকার বাহিনীতে যোগ দিয়ে তিনি শিবগঞ্জ এলাকায় মানবতাবিরোধী অপরাধ ঘটান।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণীকে শিকলে বেঁধে ২৫ দিন সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
ঈদ ঘিরে সক্রিয় অপরাধী চক্র, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি
‌‘সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অপরাধ করা ব্যক্তিদের ছাড় নয়’
গাজায় মানবতাবিরোধী অপরাধ বন্ধের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
X
Fresh