• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বরিশাল প্রতিনিধি

  ২০ মে ২০১৮, ০৮:৩৪

বরিশালের সদর উপজেলার শায়েস্থাবাদে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ১টি রামদা, ১টি চাপা‌তি ও ৮ রাউন্ড গু‌লির খা‌লি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত আড়াইটার দিকে শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরআইচা গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

ডিবি পুলিশ জানায়, সম্প্রতি শায়েস্তাবাদে ডাকাতি বেড়ে যাওয়ায় ওই এলাকায় পুলিশের টহল বাড়িয়ে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাত আড়াইটার দিকে আইচা গ্রামে ডিবি পুলিশের একটি টিম টহল দিচ্ছিল। পথিমধ্যে পুলিশ টর্সলাইট মারলে কয়েক জনকে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ১টি রামদা, ১টি চাপা‌তি ও ৮ রাউন্ড গু‌লির খা‌লি কার্তুজ উদ্ধার করা হয়েছে

বরিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম পি‌পিএম জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর। এ ঘটনায় ডি‌বি পু‌লিশের এসআই দেলোয়ার, কনস্টেবল র‌ফিক ও হা‌ফিজ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
X
Fresh