• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৬৫ দিন সাগরে মাছ শিকার নিষিদ্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৯ মে ২০১৮, ১৭:২৮

মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে আগামী ২০ মে থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার নিষিদ্ধ হচ্ছে। এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে টানা ৬৫ দিন অর্থাৎ ৩ জুলাই পর্যন্ত।

শনিবার দুপুরে বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কাজী শামস আফরোজ।

কাজী শামস আফরোজ জানান, সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য গভীর সমুদ্রে বাণিজ্যিক ট্রলারে ৬৫ দিন মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩-এর পার্ট ১১ রোলস ৫৫ (২) বি-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চট্টগ্রাম জেলার মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক আরটিভি অনলাইনকে জানিয়েছে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরের বাণিজ্যিক ট্রলারে মাছ ধরা যাবে না।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর’
--------------------------------------------------------

মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, কোস্টগার্ড, নৌ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন :

এসএস/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক
মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 
X
Fresh