• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভালো নেই মুক্তামনি, আশা ছেড়ে দিয়েছে পরিবারও

সাতক্ষীরা প্রতিনিধি

  ১৯ মে ২০১৮, ১৬:১৩

ভালো নেই সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের ১২ বছরের কিশোরী মুক্তা মনি। ব্যথার যন্ত্রণায় প্রতিনিয়ত কান্না-কাটি করছে সে। তার আর্তনাদে সবাই বুঝতে পারে হয়তো হাতের যন্ত্রণা বেড়েছে মুক্তা মনির। আগের চেয়ে তার হাতটি এখন আরও ফুলে গেছে।

মুক্তামুনির হাতের অবস্থা খারাপ দেখে গত ১৫ দিন আগে ডা. সামন্ত লাল সেনের ফোনে কল করেন বাবা ইব্রাহিম হোসেন। এ সময় তিনি মুক্তার দুটি ছবি পাঠানোর কথা বলেন। পরে ডাক্তার শারমিন সুমির ইমোতে দুটি ছবি পাঠান ইব্রাহিম হোসেন। ছবি দেখে তার হাতে অবস্থা খারাপ বলে জানান ডাঃ শারমিন সুমি।

এরপর গত বুধবার সামন্ত লাল আবারও ফোন করে মুক্তমনির খোঁজ খবর নিয়ে তিনি রোজার পরে আবারও মুক্তামনিকে ঢাকায় নিয়ে আরও কিছু পরীক্ষার-নিরীক্ষা করার কথা জানান।

মুক্তামনির ডান হাত ফের ফুলে গেছে। ড্রেসিং করতে দেরি হলেই জন্মাচ্ছে পোকা। ছুটছে দুর্গন্ধ। রক্তনালীর টিউমারে আক্রান্ত তার হাতটি আদৌও ভাল হবে কি না, তা বলতে পারছে না কেউই। তার ডান হাত ফুলে গিয়ে ফেটে যাচ্ছে।