• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রো‌হিঙ্গা‌দের স‌রে যে‌তে মিয়ানমার সেনাবাহিনীর ফের মাইকিং

বান্দরবান প্রতিনিধি

  ১৯ মে ২০১৮, ১৩:২১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্র সীমান্তের নো-ম্যানস ল্যা‌ন্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে ফের মাইকিং শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী।

তুমব্র খালের পাহাড়ি ঢল থেকে বাঁচতে রোহিঙ্গারা নো-ম্যান্স ল্যান্ডে নতুন করে মাচান ঘর তৈরির শুরু করার পর মায়ানমারের সেনাবাহিনী কাঁটা তারের বেড়ার কাছে এসে এ মাইকিং করছে।

শনিবার সকাল থেকে সীমান্তের কাঁটা তারের বেড়া ঘেঁষে সেনা সদস্যরা পাহারার মধ্যে কয়েক দফা মাইকিং করে। মাইকিংয়ে অবস্থানরত রোহিঙ্গাদের সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় আশ্রয় নিতে বলছে মায়ানমারের সেনাবাহিনী।

এদিকে সীমান্তে সেনা টহলও বাড়ানো হয়েছে। হঠাৎ করে সেনা টহল ও মাইকিং নিয়ে জিরো লাইনে অবস্থানরত রোহিঙ্গারা আতংকের মধ্যে রয়েছে।