• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সেহরি খেয়ে গ্যাস নিতে এসে গাড়িচাপায় ৩ বন্ধুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৯ মে ২০১৮, ১১:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গাড়িচাপায় সিএনজি অটোরিকশা চালকসহ তিন বন্ধুর মৃত্যু হয়েছে।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার খোরশেদ মিয়ার ছেলে নসর মিয়া (১৭), ফারুক মিয়ার ছেলে আরমান (১৭) ও লুক্কু মিয়ার ছেলে সাইদুল (১৮)।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার আরটিভি অনলাইনকে জানান, সেহরি খেয়ে ভোরে গ্যাস নেয়ার জন্য সিএনজি অটোরিকশা চালক সাইদুল তার দুই বন্ধু আরমান ও নসরকে নিয়ে বিশ্বরোড পাম্পে আসেন। গ্যাস নিয়ে ফেরার পথে মালিহাতা বাজারের সামনে একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। তবে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঠিক কোন গাড়ি চাপা দিয়েছে সেটি জানা যায়নি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বড় ট্রাক অথবা বাস চাপা দিয়েছে। এঘটনা অটোরিকশা আরোহী নসর ঘটনাস্থলেই মারা যান। আহত বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরমান ও সাইদুলের মৃত্যু হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh