• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপি ও জাসদ প্রার্থীর ভোট বর্জন

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩১ অক্টোবর ২০১৬, ১৫:২০

ভোট কারচুপির অভিযোগ এনে ফেনী ও সাভারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি-জাসদ প্রার্থীরা ভোট বর্জন করেছেন। সরকার দলের প্রার্থীর বিরুদ্ধে জাল ভোট প্রদান ও অনিয়মের অভিযোগ আনেন তারা।

ফেনী সদরের বালিগাঁ ইউনিয়নের বিএনপি প্রার্থী নুরুল কবীর ফয়েজ, মুন্সিরহাট ইউনিয়নের বিএনপি প্রার্থী, সাভার ইউনিয়ন পরিষদের বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা ও ফুলগাজী উপজেলার আমজাদ ইউপির জাসদ প্রার্থী আব্দুল জব্বার পল্টু অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন।

সোমবার দুপুরে ভোট বর্জন করে নতুনভাবে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তারা।

এদিকে ফুলগাজী উপজেলার জিএমহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মোতালেবকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

সাভারের বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা বললেন, সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে জোর করে জাল ভোট দিচ্ছেন। এজন্য আমি ভোট বর্জন করেছি।

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh