• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শিবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৮ মে ২০১৮, ১২:১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় অস্ত্র, গুলি ও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৪ নম্বর বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার সাইদ মো. আব্দুল্লাহ আল মুরাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি আবুল খায়ের জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও র‌্যাবের একটি দল মাদক বিরোধী অভিযানে বের হয়। পরে তাঁতিপাড়া ঘাটে কয়েকজন মাদক বিক্রেতা মাদক হস্তান্তর করছে জানতে পেরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। এসময় মাদক বিক্রেতারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ওই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হন এবং তার বাকি সঙ্গীরা পালিয়ে পালিয়ে যায়। পরে শুক্রবার ভোরে র‌্যাব সদস্যরা আহত মাদক বিক্রেতাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিচয় মিলেছে
মার্চে সড়কে ঝরল ৫৬৫ প্রাণ, আহত ১২২৮
X
Fresh