• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পঞ্চগড় প্রতিনিধি

  ১৭ মে ২০১৮, ২৩:২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রী জোসনা বেগমকে(৩৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সলেমান আলীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার তড়িয়া ইউনিয়নের সুকাতি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বাড়ির বাইরের দরজায় তালা দিয়ে পালিয়েছেন সলেমান।

তড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ জানান, সলেমান প্রায়ই তার স্ত্রীর ওপর নির্যাতন করতেন। এনিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। এদিন বাড়িতে কেউ না থাকায় ক্রিকেট ব্যাট এবং স্টিলের টর্চ লাইট দিয়ে স্ত্রীর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন তিনি। স্ত্রীর মৃত্যু হলে বিছানায় শুইয়ে লেপ দিয়ে ঢেকে রেখে বাড়ির বাইরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি।
--------------------------------------------------------
আরও পড়ুন : হামলা-মামলার বিষয় অবহিত করতে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ সম্মেলন
--------------------------------------------------------

তিনি আরও জানান, বড় ছেলে ফরহাদ বাইরে থেকে এসে বাড়ির দরজায় তালা দেখে মাকে ডাকতে থাকে। অনেক ডাকাডাকির পর মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় মায়ের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে জোসনা বেগমের মরদেহ উদ্ধার করে। পরে পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার(সার্কেল) সুদর্শন রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সাবেক স্ত্রী তিন্নি সম্পর্কে হিল্লোলের মন্তব্য 
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
X
Fresh