• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি

  ১৭ মে ২০১৮, ১২:৪৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কচাকাটায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন সহিদা বেগম ও ছবদের আলী।

জহুরুল, মরিয়ম ও সুফিয়া নামের আরও ৩ জন আহত হয়েছেন। তাদের ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক খলিল স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, উপজেলার কেদার ইউনিয়নের সাতানা গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে কচাকাটা ইউনিয়নের ছড়ার পাড় গ্রামের সহিদুলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

মাস দুয়েক আগে বিরোধকৃত জমিতে দুটি ঘর তুলেন জহুরুল। গেল মঙ্গলবার রাতে প্রতিপক্ষ সহিদুল আগুন দিয়ে ঘর দুটি পুড়িয়ে দেয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : অপহরণের পর গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ১
--------------------------------------------------------

পরে বুধবার দুপুরে ওই জমিতে জহুরুল তার পরিবারের সদস্যদের নিয়ে পুনরায় ঘর তুলতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে সহিদুল ও তার লোকজন। হামলায় ৫ জন আহত হলে তাদের ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে সহিদা ও ছবদের আলীর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যায় সহিদা বেগম ও রাত ১১টার দিকে ছবদের আলী মারা যান।

এই ঘটনায় ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে বলেও জানান ওসি ফারুক।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা
ইসরাইলি গণহত্যাকে সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র : হামাস
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে
X
Fresh