• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় গ্রেপ্তার, ‘বন্দুকযুদ্ধে’ ময়মনসিংহে নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০১৮, ১১:২৭

ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর ময়মনসিংহে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহতের নাম সারফান ইসলাম ওরফে বাবু (২৮)।

রোববার দিনগত রাত ৩টার দিকে ময়মনসিংহের তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আশিকুর রহমান আরটিভি অনলাইনকে বন্দুকযুদ্ধে নিহতের ঘটনাটি নিশ্চিত করেন।

তিনি জানান, ময়মনসিংহের পিউ বাবু হত্যা, সুন্দরী আরমান হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন বাবু। তার বিরুদ্ধে সব মিলিয়ে পাঁচটি মামলা রয়েছে। রোববার ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সজীব আহম্মেদের নেতৃত্বে ঢাকা থেকে সারফান ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : যশোরে তরুণ লীগ নেতাকে বোমা মেরে হত্যা
--------------------------------------------------------

ওসি মো. আশিকুর বলেন, পরে তাকে সঙ্গে নিয়ে পলাতক আসামি রাজিবসহ অন্যদের ধরতে রোববার রাত ৩টার দিকে ময়মনসিংহের তিনকোনা পুকুরপাড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পৌঁছালে পলাতক আসামি রাজিবসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ সময় বাবু গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, গোলাগুলির ঘটনায় ডিবির কনস্টেবল শফিকুল ও ২নং পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিসুর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh