• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি মিথ্যাচারের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়: জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি

  ১৩ মে ২০১৮, ১৯:৫৩

বিএনপি কৌশলে ব্যারিস্টার মওদুদের মাধ্যমে মামলা করেছিল। তারা চেয়েছিল সরকারকে বেকায়দায় ফেলার জন্য। কিন্তু আমি সর্ব্বোচ্চ আদালতে আপিল করার পর আদালত সুবিবেচনা করে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে রায় দিয়েছেন। বললেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
রোববার বিকেলে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আরও বলেন, বিএনপি কূটকৌশলের আশ্রয় নিয়ে নির্বাচন কমিশন, সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি একটি মিথ্যাচার এবং অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। সেই হিসেবে আমি বিশ্বাস করি সত্যের জয় হয়েছে।

ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে গাজীপুরের জনগণ আমাকে, নৌকাকে এবং আওয়ামী লীগকে ভালবাসে। আগামী ২৬ জুন তারিখে লাখ লাখ ভোটের ব্যবধানে নৌকার জয় হবে। ভোটের মাধ্যমেই জনগণ বিএনপির মিথ্যাচার ও দেশদ্রোহী কর্মকাণ্ড প্রতিহত করবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : নির্বাচনের মাঠে ফাউল করলে জনগণ লালকার্ড দেখাবে: স্বাস্থ্যমন্ত্রী
--------------------------------------------------------

নির্বাচনী প্রচারণা শুরুর আগে কী করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক এবং রাজনীতিক কর্মী হিসেবে প্রতিবছরই পবিত্র রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকি। সেই অনুষ্ঠানগুলি বেশি বেশি করা হবে। তাছাড়া প্রতিদিনই নেতৃবৃন্দ এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় অব্যাহত আছে। তবে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক ১৮ জুন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব।

প্রসঙ্গত, ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের নির্ধারিত তারিখ ছিল। মাঝপথে সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন স্থগিত করেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম উচ্চ আদালতে আপিল করেন। একই সময়ে নির্বাচন কমিশনও আপিল করে। আপিল বিভাগ আগামী ২৮ জুনের মধ্যে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটগ্রহণ শেষ, অল্প কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
এফডিসিতে শাবনূর, ভোট চাইতে হুমড়ি খেয়ে পড়লেন প্রার্থীরা
ভোট দিয়ে যা বললেন অনন্ত জলিল
ডিএ তায়েবের জন্য যেভাবে ভোট চাইছেন মেয়ে টুনটুনি
X
Fresh