• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

  ১৩ মে ২০১৮, ১৬:৫৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

বিএসএফের হাতে আটক যুবকের নাম মিলন মিয়া (২৫)। তিনি দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মহসিন মিয়ার ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ আরটিভি অনলাইনকে জানান, রোববার ভোররাতে মিলন দুর্গাপুর সীমান্তের মেইন পিলার ৯২৭-এর ২ নম্বর সাব-পিলার সংলগ্ন সীমান্ত অতিক্রম করে ভারতের গিদালদহ এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় ৩৮-গিদালদহ বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধাওয়া করে আটক করে নিয়ে যায়।

এ নিয়ে রোববার সকালে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে মিলন মিয়াকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বিএসএফ।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
X
Fresh