• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আর ক্লাসে পড়াবেন না কাজল কুমার!

নওগাঁ সংবাদদাতা

  ১৩ মে ২০১৮, ১৪:৫৫

নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষকের নাম কাজল কুমার প্রামাণিক (৩৪)। তিনি উপজেলার ভারশোঁ গ্রামের বীরেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে এবং উপজেলার মৈনম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আরটিভি অনলাইনকে জানান, নিহত শিক্ষক কাজল কুমার প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন।

পথে ভোলাবাজারের কাছে পৌঁছলে নওগাঁ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘাতক বাসটির চালককে আটক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন :

জেবি/ এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসানসহ নিহত ২
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
X
Fresh