• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুই জেলায় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০১৮, ১৪:২৮

ফরিদপুরের আলফাডাঙ্গা ও মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর: রোববার সকালের দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ী গ্রামে ধানক্ষেতে কাজ করার সময় মো. ইউনুছ শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ইউনুছ ওই গ্রামের মৃত ইজাহার উদ্দিনের ছেলে।

পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, রোববার সকাল ১১টার দিকে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই মারা যান ইউনুছ শেখ।

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার করমদি মাঠে ধান কাটার সময় জিয়াউর রহমান জিয়া (৪৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয় কৃষক।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন ৩ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
--------------------------------------------------------

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি উপজেলার হাড়াভাঙ্গা কালিতলা গ্রামে।

আহতরা হলেন করমদি গ্রামের সাইদুল ইসলাম (৪৫), হাড়াভাঙ্গা কালিতলার আবুল হোসেন (৫০), লালন হোসেন (৩০), বোরহান উদ্দীন (৩০), রাহানুল ইসলাম (২৮) ও লালন মিয়া (৩৫)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার হতাহতের বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, আজ সকালে হাড়াভাঙ্গা কালিতলার কয়েকজন শ্রমিক পার্শ্ববর্তী করমদি গ্রামের মাঠে ধান মাড়াই করছিলেন।

এসময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। পরে বজ্রাঘাতে জিয়াউর রহমান নামের এক কৃষক ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
X
Fresh