• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়ি-রাঙামাটিতে চলছে সড়ক অবরোধ

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

  ৩০ অক্টোবর ২০১৬, ১১:১৩

পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে পাঁচ বাঙালি সংগঠনের ডাকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

রোববার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক হবার কথা রয়েছে।

খাগড়াছড়িতে অবরোধের শুরুতে জেলা শহরের চেঙ্গী ব্রীজ এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। এ সময় একটি যাত্রীবাহি টমটম ভাঙচুর করে অবরোধকারীরা।

অভ্যন্তরীণ সড়কের পাশাপাশি অবরোধের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহনও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

৬ অক্টোবর জাতীয় সংসদে কমিশনের (সংশোধিত) আইন ২০১৬ বিল পাশ হবার পর ৪ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে ভূমি কমিশনের প্রথম বৈঠক হয়। সে সময়ও তিন পার্বত্য জেলায় হরতাল পালন করেছে বাঙালি সংগঠনগুলো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh