• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ১২০ মণ আম ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি

  ১২ মে ২০১৮, ২১:৪২

সাতক্ষীরার তালা উপজেলায় রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ১২০ মণ আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেনের উপস্থিতিতে তালা থানা চত্বরে আমগুলো ধ্বংস করা হয়।

এ সময় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী মো. শহীদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও সেলিম জাহাঙ্গীর, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান ও ওসমান গনিসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তালা থানা ‍পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার ইসলামকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো এক ট্রাক হিমসাগর ও গোবিন্দভোগ আম জব্দ করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
--------------------------------------------------------

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেন বলেন, রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আম শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমের মৌসুম চলাকালীন রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আম জব্দ ও ধ্বংস করা অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
রাজা জিগমে খেসারের আমন্ত্রণে ভুটান গেছেন তথ্য প্রতিমন্ত্রী
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
X
Fresh