• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি

  ১২ মে ২০১৮, ২১:২৬

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ধামারণ ত্রিপলী ডা. কে এ জলিল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় জনি শেখ (১৮) নামে এক বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এই দণ্ডাদেশ দেন।

জনি শেখ নড়িয়ার জপসা ইউনিয়নের গৌড়াইল গ্রামের সামছুল হক শেখের ছেলে। তাকে শরীয়তপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, বখাটে জনি শেখ প্রায়ই ধামারণ ত্রিপলী ডা. কে এ জলিল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো। আজ শনিবার দুপুরেও সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুলাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জনি শেখকে বিনাশ্রম ৬ মাসের কারাদণ্ড দেন।