• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শুরু হচ্ছে ধোপাখালি-নবীনগর রাস্তা সংস্কার কাজ

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

  ১২ মে ২০১৮, ১৬:৫৫

আগামী রোববার থেকে সোমবারে মধ্যে শুরু হতে যাচ্ছে সুনামগঞ্জ পৌরসভার ধোপাখালি থেকে নবীনগরগামী রাস্তার সংস্কার কাজ।

আরটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র নাদের বখত।
এদিকে ঝুঁকিপূর্ণ এই রাস্তাটির সংস্কার কাজ শুরু হওয়ার খবরে আশার আলো দেখছেন পৌরসভা নবীনগর ও উত্তর সুরমার বাসিন্দারা। মানসম্মত ও টেকসইভাবে দ্রুত নির্মাণ কাজ করার তাগিদ তাদের।

ধোপাখালি-নবীনগর রাস্তার পুরোটা জুড়ে খানাখন্দ ও জলাবদ্ধতা থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ নিয়ে চলাচল করছে পথচারীরা। বর্ষায় ওই রাস্তায় দুর্ভোগ বেড়ে দাঁড়াত দ্বিগুণে।

--------------------------------------------------------
আরও পড়ুন : চাঁদপুরে মেঘনায় ক্লিংকারবোঝাই জাহাজডুবি, আহত ২
--------------------------------------------------------

শেষ পর্যন্ত পৌরসভা জনগুরুত্ববপূর্ণ এই রাস্তাটির সংস্কার কাজের উদ্যোগ নেয়ায় এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ শেষের পথে।

এই রাস্তা দিয়েই প্রতিদিন পৌরসভার সঙ্গে উত্তর সুরমার কয়েক হাজার মানুষের যাতায়াত। তাছাড়া এই রাস্তার পাশেই বিডিআর ক্যাম্প, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়, বক্ষব্যাধি ক্লিনিকসহ কয়েকটি প্রতিষ্ঠান অবস্থিত হওয়ার সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ, সাধারণ শিক্ষার্থী ও রোগীদেরকে নিয়মিত যাতায়াত করতে হয়।

গেলো কয়েক বছর ধরে ধোপাখালি থেকে নবীনগরগামী রাস্তাটির সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে সেখানে বৃষ্টির পানি জমে সেটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

সম্প্রতি পৌর মেয়র নাদের বখত রাস্তার সংস্কারের কাজ হাতে নেন। সংস্কার কাজ সম্পন্ন হয়ে গেলে পৌরসভার সঙ্গে উত্তর সুরমার সাধারণ মানুষের যোগাযোগে আর দুর্ভোগ পোহাতে হবে না। দুর্ঘটনার আশঙ্কা কমেও যাবে।

সুরমার উত্তরপারের ব্যবসায়ী কামাল মিয়া জানান, রাস্তার সংস্কার হবে জানতে পেরে খুশি হয়েছি। আমরা চাই মান সম্মত কাজ হোক।

নবীনগরের শিক্ষার্থী কবির হোসেন জানান, এই রাস্তা দিয়ে কলেজে যাতায়াতে অসুবিধা হয়। সংস্কার কাজ ভালোভাবে সম্পন্ন হলে অন্তত নিরাপদে স্কুল কলেজে যাতায়াত করা সম্ভব হবে।
ধোপাখালির বাসিন্দা মোশারফ মিয়া জানান, যেহেতু পৌর মেয়র রাস্তার সংস্কার কাজ হাতে নিয়েছেন সেহেতু আমরা আশাবাদী মান সম্পন্ন কাজ হবে।

এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র নাদের বখত আরটিভি অনলাইনকে বলেন, জনদুর্ভোগ লাগবে ধোপাখালি থেকে নবীনগর ও মোহাম্মদপুরের রাস্তার সংস্কার কাজ হাতে নিয়েছি। ইতোমধ্যে পরিকল্পনা সম্পন্ন হয়েছে। খুব দ্রুত রবি সোমবার নাগাদ কাজ শুরু হয়ে যাবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আইনজীবী নিহত
কোম্পানীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ 
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
রাস্তায় যৌন হেনস্তার শিকার অভিনেত্রী
X
Fresh