• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারী পুলিশ কনস্টেবলের আত্মহত্যা, তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১০ মে ২০১৮, ১৯:৪১

ব্রাহ্মণবাড়িয়ায় তাসলিমা আক্তার নামের এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। ঘটনাটি তদন্ত করতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়ে।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইনের ব্যারাক থেকে তাসলিমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে দিকে তাসলিমার আত্মহত্যার খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

তিনি বলেন, তাসলিমা আক্তার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রফিকুল ইসলামের মেয়ে ও এনজিও কর্মী মো. ওয়াসিমের স্ত্রী। তার কক্ষ নং ৬৮২।

এদিকে ঘটনাটি তদন্তের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
ওষুধ কিনতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
X
Fresh