• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে ৩ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীর কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, পঞ্চগড়

  ২৯ অক্টোবর ২০১৬, ২০:৩২

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা কোঠায় প্রাক প্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় তিন নারী পরীক্ষার্থীর ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিলেন ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে ওই তিন নারী পরীক্ষার্থীকে এই দণ্ডাদেশ দেয়া হয়।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন জেলার বোদা উপজেলার লক্ষ্মীপাড়ার দেবভূষণের স্ত্রী প্রভা রাণী (রোল নং-১০২৮২), পঞ্চগড় সদর উপজেলার আতিয়ার রহমানের মেয়ে শিরিন আক্তার (রোল নং-১০২০৫) এবং মজির উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (রোল নং-১০০৭০)।

পুলিশ জানায়, পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (মুক্তিযোদ্ধা বিশেষ) পরীক্ষা চলাকালে মুঠো ফোনের মাধ্যমে কথা বলে উত্তর করছিলেন ওই তিন পরীক্ষার্থী। এ সময় কেন্দ্র পরিদর্শকরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার অনিমেষ বিশ্বাস তাদের এ কারাদণ্ড দেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ওই তিন পরীক্ষার্থীর কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh