• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

গত রমজানের চেয়ে এবার পণ্যের দাম কম থাকবে: সাঈদ খোকন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মে ২০১৮, ১৮:০৬

গত রমজানের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম থাকবে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার নগর ভবনের ব্যাংকফ্লোর সেমিনার কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানান তিনি।

রমজানে পচা-বাসি খাবার ও কেমিক্যালযুক্ত ফল বিক্রি বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সাঈদ খোকন বলেছেন, ডিএসসিসি’র ৫ অঞ্চলে ৫টি বাজার মনিটরিং টিম গঠন করা হবে। রমজানে দ্রব্যমূল্য ও পণ্যের মান ঠিক আছে কিনা তা তারা দেখভাল করবে। দাম কম রাখার জন্য যা করণীয়, তাই করব।

--------------------------------------------------------
আরও পড়ুন : অভিযোগ পাল্টা-অভিযোগে চলছে নির্বাচনী প্রচারণা
--------------------------------------------------------

তিনি আরও বলেন, রমজানে ফুটপাতে ইফতারের পসরা বসানো থেকে বিরত থাকতে হোটেল মালিক সমিতিকে নির্দেশ দেয়া হয়েছে। যদি কেউ নির্দেশ অমান্য করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সভায় ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক আড়ত সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ জানান, পাইকারি বাজারের খেজুর বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা কেজিতে। আর সেই খেজুর খুচরা বাজারে ১২০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।

এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানান ডিএসসিসি মেয়র। এছাড়া রমজানে সব ধরনের সবজির দাম কম থাকবে বলে জানান ব্যবসায়ীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রতিনিধিরা।

আরও পড়ুন :

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি’
ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার মধ্যেই গাজাবাসীর ঈদ
আরটিভিতে আজ যা দেখবেন
রমজানজুড়ে সুবিধাবঞ্চিতদের পাশে স্টেপ আপ ফর টুমরো
X
Fresh