• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কালীগঞ্জে ইউপি নির্বাচন, বিজিবি মোতায়েন

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝিনাইদহ

  ২৯ অক্টোবর ২০১৬, ২০:১১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ও শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়ন করা হয়েছে ।

শনিবার সকাল থেকেই তাদের মোতায়ন করা হয়। মামলা ও নানান জটিলতার কারণে এ দু’ ইউপির নির্বাচন এতদিন স্থগিত ছিল।

রায়গ্রাম ইউপিতে ১০টি কেন্দ্র ও শিমলা রোকনপুরে ৯টি কেন্দ্রে এ ভোট হবে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আমিনুল ইসলাম জানান, ৭ নম্বর রায়গ্রাম ইউপিতে ১০ টি কেন্দ্র দয়াপুর, রায়গ্রাম, বনখিদ্দা, একতারপুর, দেবরাজপুর, খামারমুন্দিয়া, আগমুন্দিয়া, দুলালমুন্দিয়া, সিঙ্গি, গোমরাইল সব কয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কালীগঞ্জ নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, শনিবার সকালে ইউপি নির্বাচনে নিরাপত্তায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দু’ ইউনিয়নে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh