• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে ট্রাক উল্টে খাদে, নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি

  ০৭ মে ২০১৮, ১০:৩৭

গোপালগঞ্জে ধানবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)।

আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। হতাহতদের বাড়ি খুলনা জেলার বৈঠাঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাঙামাটিতে চলছে হরতাল
--------------------------------------------------------

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, হতাহত ব্যক্তিরা সবাই শ্রমিক। গোপালগঞ্জে ধান কাটা শেষ করে তারা ধান নিয়ে খুলনায় ফিরছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা ধানের বস্তা শ্রমিকদের শরীরের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মাইনুল ও ময়না নামে দুই শ্রমিক নিহত ও অপর ১১ শ্রমিক আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
মার্চে সড়কে ঝরেছে ৫৫০ প্রাণ
X
Fresh