• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড

কুমিল্লা প্রতিনিধি

  ০৬ মে ২০১৮, ১৩:৫৫
ফাইল ছবি

গতবছরের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের পর এ বছর ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড। এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। ফলে গতবছরের চেয়ে পাসের হার বেড়েছে ২১ দশমিক ৩৭ শতাংশ।

রোববার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

এ বোর্ডের ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লাখ ৮২ হাজার ৭১১ জন শিক্ষার্থী। গেলো বছরে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল মাত্র ৫৯ দশমিক ০৩ শতাংশ।
--------------------------------------------------------
আরও পড়ুন : পাসের হার কমেছে চট্টগ্রামে
--------------------------------------------------------

এ বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৯ শতাংশ।

২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এবারের পাসের হার গেলো বছরের থেকে কম। গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।

রোববার সকাল ১০টার দিকে গণভবনে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়ার পর পরীক্ষায় পাসের হারের তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আরও পড়ুন :

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
এসএসসির ফল কবে, জানাল বোর্ড
X
Fresh