• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির কাউন্সিলর প্রার্থীকে লক্ষ্য করে গুলি-বোমা

খুলনা প্রতিনিধি

  ০৬ মে ২০১৮, ০৯:৩০

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ও তিনটি ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর উত্তর কাশিপুর পুরাতন যমুনা সেলস সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এতো তেমন কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। পিন্টু ওই ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর।

খালিশপুর থানার ওসি (তদন্ত) আবুল খায়ের হোসেন বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন :হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে হরতাল
--------------------------------------------------------

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে যমুনা রোডে গণসংযোগ শেষে মোটরসাইকেলযোগে ফিরছিলেন কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টু। পিন্টুর নির্বাচনী অফিস থেকে দুইশ গজ দূরে ককটেল ও গুলির ঘটনা ঘটে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। বিকট শব্দে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কাউন্সিলর ও তার সমর্থকদের কেউ আহত হননি।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
X
Fresh