• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পুরোনো কেন্দ্রীয় কারাগার

২২৮ বছর পর খুলে দেয়া হচ্ছে সবার জন্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৬, ২০:৪৯

দু’শ ২৮ বছর পর প্রথমবারের মতো জনসাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে পুরোনো কেন্দ্রীয় কারাগার। জানালেন, কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন।

শুক্রবার সকালে পুরোনো কারগারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বললেন, জেলহত্যা দিবস উপলক্ষে আসছে ৩ থেকে ৫ নভেম্বর কারাগারের স্মৃতিবিজড়িত অংশে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

আরো জানান, আসছে ১ নভেম্বর বিকেল ৪টায় সংগ্রামী জীবনগাঁথা শিরোনামে প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

গেলো ২৯ জুলাই নাজিম উদ্দিন রোডের কারাগার থেকে ৬৪০০ বন্দিকে কেরানীগঞ্জে নবনির্মিত কারাগারে স্থানান্তর করা হয়। এর মধ্য দিয়ে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার পতনের পর ব্রিটিশ আমলে ১৭৮৮ সালে ১৭ একর জায়গার ওপর স্থাপিত হয় কারাগারটি।

আরএইচ/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh