• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

করতোয়া নদী থেকে উদ্ধার হলো মিত্র বাহিনীর সেই ট্যাংক

রংপুর প্রতিনিধি

  ০৫ মে ২০১৮, ১৬:৩৫

রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত যুদ্ধট্যাংক উদ্ধার করা হয়েছে।

১৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে শনিবার সকালে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের কাঁচদহ ওয়াজেদ মিয়া সেতুসংলগ্ন করতোয়া নদী থেকে ট্যাংকটি খণ্ড খণ্ড অবস্থায় উদ্ধার করা হয়। ট্যাংকটি উদ্ধারে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ।

--------------------------------------------------------
আরও পড়ুন : সব জায়গায় ব্যর্থ বিএনপি এখন পাহাড়ে ঢুকেছে: কাদের
--------------------------------------------------------

পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মণ্ডল আরটিভি অনলাইনকে জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর একটি ট্যাংক করতোয়া নদী পার হওয়ার সময় চোরাবালিতে আটকা পড়ে। ভারতীয় মিত্র বাহিনী আটকে পড়া ট্যাংকটি উদ্ধারে ব্যর্থ হয়ে পরিত্যক্ত ঘোষণা করে। সম্প্রতি বালুর নিচে থাকা ট্যাংকটির অস্তিত্ব খুঁজে পায় শ্রমিকরা।

সংবাদ পেয়ে গেল ২৬ এপ্রিল রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে উপজেলা প্রশাসনকে ট্যাংকটি উদ্ধারের নির্দেশ দেন। এরপর আজ শনিবার দীর্ঘ ৪৭ বছর পর ট্যাংকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলো।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে উদ্ধারকৃত ট্যাংকটি যাদুঘরে সংরক্ষণের দাবি জানিয়েছেন করতোয়া পারের মানুষ।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh