• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে ৮ মণ ধানেও মিলছে না ২ কেজি ইলিশ

পটুয়াখালী প্রতিনিধি

  ০৪ মে ২০১৮, ২১:০৬

পটুয়াখালীতে সাড়ে ৮ মণ ধানের দামেও মিলছে না ২ কেজি ১১ গ্রাম ওজনের ইলিশ কেনার টাকা।

বৃহস্পতিবার পটুয়াখালী শহরের নতুন বাজারে এক ক্রেতা ২ কেজি ১১ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৫০০ এবং ১ কেজি ৩০০ গ্রামের আরেকটি ইলিশ ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয় বলে জানিয়েছেন বিক্রেতা মো. বশির আহমেদ।

স্থানীয় এক কৃষক জানান, বর্তমান বাজারে এক মণ ইরি ধান বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। সে হিসেবে বড় ইলিশটির দাম প্রায় ৯ মণ এবং ছোট ইলিশটির দাম কিনতে সোয়া ৩ মণ ইরি ধানের দামের সমান।

এদিন সন্ধ্যায় এই বাজারে মাত্র ২টি ইলিশ আনা হয়। ইলিশ ২টি দেখতে ভিড় জমায় উৎসুক ক্রেতারা। তবে কিনতে পারেননি কেউ। কিছুক্ষণ পর এক ঠিকাদার এসে মাছ ২টি কিনে নেন।

বশির আহমেদ জানান, গত কয়েকদিন ধরে ইলিশের চরম আকাল চলছে। সাগর-নদী কোথাও ইলিশ নেই। এই ইলিশ ২টি পায়রা কুঞ্জ থেকে চড়া দামে কিনে এনেছি।

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষে পান্তা-ইলিশের একাল-সেকাল
বাজারে বৈশাখী হাওয়ায় বেড়েছে ইলিশ-পোলট্রি মুরগির দাম
পটুয়াখালীতে ঝড়ের তাণ্ডবে ২ জনের মৃত্যু
স্বামী দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর বিষপান
X
Fresh