• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

উপজেলা চেয়ারম্যানের শেষকৃত্যানুষ্ঠানে ব্রাশফায়ারে নিহত ৩

রাঙামাটি প্রতিনিধি

  ০৪ মে ২০১৮, ১৪:১৮

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যানুষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে নানিয়ারচরে এ ঘটনা ঘটে।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে শক্তিমান চাকমার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ হাসপাতাল থেকে উপজেলা পরিষদ ভবনের সামনে নেয়া হয়। এরপর শেষকৃত্যের জন্য নেয়া হয় নানিয়ার চরে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় শক্তিমান চাকমাকে গুলি করে দুর্বৃত্তরা। আজ তার শেষকৃত্যানুষ্ঠান ছিল।

শক্তিমান চাকমা উপজেলা পরিষদ চত্বরের বাসভবনে থাকতেন। সেখান থেকে মোটরসাইকেলে করে আসার পথে পরিষদ কার্যালয়ের ২০০ গজ দূরে দুজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন মোটরসাইকেল থেকে পড়ে যান শক্তিমান। এ সময় একজন অন্ত্রধারী কাছে গিয়ে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর আহত শক্তিমান চাকমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শক্তিমান চাকমাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এখানো পর্যন্ত কোনো মামলা হয়নি।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পাসপোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্ড জালিয়াতি, গ্রেপ্তার ১
রাঙামাটিতে ভেজালবিরোধী অভিযান, ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা
X
Fresh