• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘দাগ’ লেগেছে আমের গায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০১৮, ১৯:৪১

কয়েক দফা ঝড় ও শিলা বৃষ্টিতে নওগাঁয় আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। এরইমধ্যে বাগানগুলোর প্রায় ৪০ শতাংশ আম ঝরে গেছে বলে দাবি চাষিদের। গাছে থাকা বেশির ভাগ আমে দাগ লেগেছে।

কৃষি বিভাগ বলছে, এরপরও আবহাওয়া ভালো থাকলে আমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

আমে পাতা ঢেকে ছিল নওগাঁর বাগানগুলোতে। ফলন বেশ ভালো পাওয়ার আশায় ছিলেন চাষিরা। কিন্তু কয়েক দফা কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে বাগানগুলোর সে রূপ অনেকটাই বদলে গেছে। অনেক বাগানে আম ঝড়ে পড়েছে। পাশাপাশি আমে পড়েছে কালো দাগ। এতে লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা।

আমবাগানের এক মালিক আরটিভিকে জানান, মুকুল পর্যাপ্ত পরিমাণে এসেছিল। আমও প্রচুর পরিমাণে ধরেছে। তবে পরপর দুইদফা ঝড় ও শিলাবৃষ্টিতে নওগাঁ জেলায় আমের ব্যাপক ক্ষতি হয়েছে।