• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে বজ্রাঘাতে ৩ কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

  ০২ মে ২০১৮, ১৫:১৯

হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জ হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার দুপুরের দিকে তাদের মৃত্যু হয়। এতে আহত হন আরও দুই কৃষক।

নিহতরা হলেন বানিয়াচং উপজেলার মকা গ্রামের ছাইম উল্লার ছেলে আজিম উদ্দিন (৪০), একই উপজেলার বল্লভপুর গ্রামের তাহির মিয়ার ছেলে শাহিন মিয়া (৩০) ও নবীগঞ্জ উপজেলার রুকনপুরের আব্দুল জব্বার (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার মকার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে আজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে বড়ইউড়ি ইউনিয়নের রোকন দিয়ার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে শাহিন মিয়ার মৃত্যু হয়।

কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী আরটিভি অনলাইনকে জানান, বুধবার সকালে আবহাওয়া ভালো থাকায় কৃষকরা হাওরে ধান কাটতে যান। পরে বেলা ১১টার দিকে আকস্মিক বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আরটিভি অনলাইনকে জানান, বুধবার পৃথক সময়ে বজ্রাঘাতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা ধান কাটার শ্রমিক বলে জানা গেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : পদ্মার পার থেকে পিকআপ চালকের মরদেহ উদ্ধার
--------------------------------------------------------

অপরদিকে জেলার নবীগঞ্জ উপজেলার রুকনপুরে বজ্রাঘাতে আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুর ১২টার দিকে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh