• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গণপিটুনিতে ধর্ষণ-হত্যা মামলার আসামি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০১ মে ২০১৮, ১৬:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে আবু সাঈদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে গণধর্ষণ, চুরি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি এলাকায় ‘সাঈদ্দা চোরা’ হিসেবে পরিচিত বলে জানিয়েছেন নবীনগর থানা ওসি আসলাম সিকদার।

ওসি আরটিভি অনলাইনকে বলেন, সোমবার দিবাগত রাতে সাঈদ লাউর ফতেহপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে চুরি করতে ঢুকেন। এসময় বাড়ির লোকজন তাকে দেখে ফেললে চোর-চোর বলে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ছুটে এসে সাঈদকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সাঈদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে গণধর্ষণ, হত্যা ও চুরির মামলা রয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh