• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় তরুণ ভোটাররাই হবেন ট্রাম্পকার্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৮, ২২:৫৯

খুলনা সিটি করপোরেশনে গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে প্রায় ৫৩ হাজার। নতুন ভোটাররা তাই প্রতীক্ষায় রয়েছেন তাদের অধিকার প্রয়োগের। বাসযোগ্য নগরী গড়তে সক্ষম ব্যক্তিকেই ভোট দিতে চান তারা। প্রার্থীদেরও প্রত্যাশা সঠিক সিদ্ধান্ত নেবেন নবীনরা।

রূপসা ও ভৈরব নদের তীরে গড়ে উঠা খুলনা সিটির আয়তন ৪৫ দশমিক বর্গ কিলোমিটারের উপরে। শিল্প ও বাণিজ্যে প্রসিদ্ধ এ নগরী এখন সরগরম নির্বাচনী প্রচারে।

ভোটারদের মন পেতে ব্যস্ত সময় কাটছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীদের। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে গণসংযোগ। জয় পরাজয়ের ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারেন নতুন ভোটাররা। কমিশনের তথ্য অনুযায়ী এ সিটিতে এবার নতুন ভোটার ৫২ হাজার আটশ’ ৮৮জন। প্রথমবারের মতো ভোট দিলেও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান তারা।

স্থানীয় এক যুবক জানান, যুবকদের জন্য যিনি কাজ করবেন তাকেই আমরা নির্বাচিত করব। এছাড়া নগরীতে অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানে যিনি কাজ করবেন বলে আমাদের মনে হবে এমন নতুন প্রার্থীকেই আমরা বেছে নেব।

--------------------------------------------------------
আরও পড়ুন : লম্বা ছুটিতেও পর্যটক নেই সুন্দরবনে
--------------------------------------------------------

এদিকে প্রথমবারের মতো ভোটার হওয়া নবীনরা ভোট দিতে মুখিয়ে রয়েছেন। এমনি এক ভোটার জানান, এই প্রথম সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেব। অপেক্ষায় আছি কখন ভোট দিতে পারব। নতুন ভোটাররা অনেক বেশি সচেতন জানিয়ে তাদেরকে একটু বেশি গুরুত্ব দেয়ার কথাও বলছেন প্রার্থীরা।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, তরুণ প্রজন্মের সন্তানরাই আমাদের সিলেক্ট করবে। অতএব তারা সার্বিক দেশের অবস্থা বিবেচনা করে এবং উন্নয়নের স্বার্থে নিজেদের জীবন, কর্মসংস্থান সবকিছু বিচার করে তারা তাদের পবিত্র ভোট দেবেন।

বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই নির্বাচনে ৫২ হাজার তরুণ ভোটার রয়েছেন। তারা আগামী দিনের কথা চিন্তা করে আমাদেরকে ভোট দেবেন।

সাধারণ ভোটারদের প্রত্যাশা তথ্য প্রযুক্তির উন্নয়নসহ আধুনিক খুলনা গড়তে কাজ করবেন জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ৫ জুন
উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা
X
Fresh