• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নারিকেল গাছের নিচে পাওয়া গেল নবজাতকটিকে

ফেনী প্রতিনিধি

  ৩০ এপ্রিল ২০১৮, ১৮:৩৫

ফেনীতে পাওয়া গেছে পরিচয়হীন এক নবজাতক। ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের পশ্চিমে রেল লাইনের পাশে সুলতানপুর এলাকার একটি নারিকেল গাছের নিচে ওই নবজাতক মেয়ে শিশুটিকে পাওয়া গেছে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে শিশুটির মা তার নবজাতক সন্তানকে ওই স্থানে রেখে পালিয়ে গেছেন।

ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের পশ্চিমে রেল লাইনের পাশে সুলতানপুর এলাকার একটি নারিকেল গাছের নিচে রোববার রাতে শিশুটির কান্না শুনতে পান বিবি নাছিমা নামের এক বাসিন্দা।

এসময় তিনি স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : সারা দেশে বজ্রাঘাতে ১৫ জনের মৃত্যু
--------------------------------------------------------

ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসীম কুমার সাহা আরটিভি অনলাইনকে জানান, একজন মহিলা আনুমানিক ১০ থেকে ১৪ দিন বয়সী একজন নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাকে ভর্তি করে হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটি সুস্থ রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়। পরে তিনি কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটি শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে উপযুক্ত অভিভাবকের কাছে নবজাতককে দেবেন।

এ ধরনের ঘটনার বিষয়ে তিনি আরও বলেন, আমাদের সমাজ যে দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে এটা তারই বহিঃপ্রকাশ।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, ব্যাখ্যা দিলো নেসলে
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
X
Fresh