• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাবি অধ্যাপক রেজাউল হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি

রাবি সংবাদদাতা

  ২৯ এপ্রিল ২০১৮, ১৮:২৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক রেজাউল করিমকে হত্যাকারীদের দ্রুত শাস্তি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এপিক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এই দাবি জানান তারা।

‘আর্ট ইজ লিবার্টি’ স্লোগানে শুরু হওয়া এই অনুষ্ঠানে ‘পাদটীকা’ এবং ‘দ্য ইমমরটাল’ নামের দুটি নাটক মঞ্চস্থ হয়। মানুষ যে স্বভাবতই স্বাধীনতা পিপাসু এবং মৃত্যুকে অতিক্রম করে মানুষের চিরন্তন হবার যে ব্যর্থ প্রচেষ্টা নাটক দুটিতে তা ফুটিয়ে তোলা হয়। নাটক ছাড়া অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশিত হয়।

এসময় বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাসউদ আখতার, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনসহ প্রায় চারশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নিজের বাড়ির কাছে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়। আগামী ৮ মে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল তার হত্যা মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করেছেন।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
এশা না পড়ে তারাবির নামাজ পড়া যাবে কী
কাবা থেকে ৩ কিলোমিটারেরও বেশি দূর গেলো তারাবির কাতার
পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
X
Fresh