• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অত্যাধুনিক খাদ্য গুদাম ‘মোংলা সাইলো’ উদ্বোধন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ অক্টোবর ২০১৬, ১৫:৩৩

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মংলায় ৫০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার সাইলো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ও অত্যাধুনিক খাদ্য গুদামটি উদ্বোধন করেন তিনি।

এ সাইলোটিতে কীটনাশক ছাড়াই পাঁচ বছর খাদ্যশস্য মজুদ রাখা যাবে। পাশাপাশি উপকূলের ১৯ জেলার খাদ্য নিরাপত্তাও দেবে। ৫শ’৭৮ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এ সাইলোটি। আধুনিক মানের এ সাইলো নির্মাণে দক্ষিণাঞ্চলের দরিদ্র মানুষের কর্মসংস্থানও হবে। ২০১০ সালে সুন্দরবনের পাশে মংলার জয়মনিতে, অত্যাধুনিক এ খাদ্য গুদামটির নির্মাণ কাজ শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, আপদকালীন সময়ে সারাদেশে খাদ্য সরবরাহ করতেই মংলা সাইলো নির্মাণ করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। মংলা থেকে সারা দেশে খাদ্য সরবরাহ খুব সহজ তাই সাইলো এখানে নির্মাণ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh