• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেঘনার তীর কয়লায় কালো

মো. আলামিন টিটু, ভৈরব সংবাদদাতা

  ২৮ এপ্রিল ২০১৮, ০৯:৫৭

মেঘনা নদীর উপর দুটি সেতুকে কেন্দ্র করে গড়ে উঠা ভৈরবের উদীয়মান পর্যটনশিল্প কয়লার কারণে হুমকির মুখে পড়েছে। একইসঙ্গে হুমকির মুখে পড়েছে তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন রেগুলেটিং স্টেশন(ডিআরএস)।

প্রভাবশালী মহল সেতু দুটির নিচে, আশপাশের রেলওয়ে এবং সড়ক ও জনপথ বিভাগের সংরক্ষিত এলাকা দখল করে কয়লার স্তূপ জমা করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এর ফলে চারদিকের সুন্দর সবুজ পরিবেশ কালচে রং ধারণ করছে। সেতু এলাকায় মরে যাচ্ছে সড়কের ঘাসও। কিন্তু কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো সাড়াশব্দ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাতে গ্রেপ্তার রাতেই ‘বন্দুকযুদ্ধে’ নিহত
--------------------------------------------------------

বাংলাদেশ তিতাস গ্যাস কর্তৃপক্ষ স্তূপ করে রাখা কয়লা সরিয়ে নেয়ার জন্যে সংশ্লিষ্ট কয়লা ব্যবসায়ীদের কয়েক দফা নোটিশ করলেও তারা স্থানীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এতে কর্ণপাত করেননি।