• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাতে গ্রেপ্তার রাতেই ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৮ এপ্রিল ২০১৮, ০৯:০৫

ময়মনসিংহে আটকের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদরাসা মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবদুস সালাম ওরফে কালাচাঁন(৪০)। পুলিশের দাবি তিনি ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি রামদা ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিয়ে করে বাসায় ফেরার পথে নববধূ ছিনতাই
--------------------------------------------------------

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান আরটিভি অনলাইনকে জানান, রাতে নগরীর পাটগুদাম র‌্যালির মোড় এলাকা থেকে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালাচাঁনকে ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ আটক করা হয়।

পরে তাকে সঙ্গে নিয়ে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদরাসা রোডের মাছ বাজারে অভিযানে গেলে তার সহযোগী সিরাজের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী কালাচাঁনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি করে।

এসময় পুলিশও পাল্টা গুলি করলে ছিনতাইকারী কালাচাঁন গুলিবিদ্ধ হন। এসময় অন্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কালাচাঁনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।

আবদুস সালামের বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh