• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোলে অবৈধ পণ্য পাচাররোধে মোবাইল স্ক্যানার স্থাপন

বেনাপোল প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০১৮, ১৮:২৭

বেনাপোল স্থলবন্দরে অবৈধ পণ্য পাচাররোধে মোবাইল স্ক্যানার মেশিন স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বন্দরের ৯নং গেটে স্থাপিত স্ক্যানারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রেজাউল হোসেন, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হুসাইন চোধুরী, বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম, ফাইবার নুকটেকের এমডি জুলফিকার রহমান, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এবং বাংলাদেশ স্থলবন্দর এমপ্লোয়েজ ইউনিয়নের সহসভাপতি মনির হোসেন মজুমদারসহ অনেকে।

এসময় ভারত থেকে আমদানি করা একটি পণ্যবোঝাই ট্রাকের পরীক্ষামূলক স্ক্যান করা হয়। এরপর বন্দর, কাস্টমস, ইন্টিগেটেড চেকপোস্ট ও ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন এনবিআর চেয়ারম্যান।

--------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রামে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা
--------------------------------------------------------

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্ক্যানারের মাধ্যমে অবৈধ পণ্য পাচার পুরোপুরি রোধ করা সম্ভব হবে। পণ্যবাহী ট্রাকে ঘোষণা বহির্ভূত কোনো পণ্য থাকলে তা স্ক্যানারে ছবির মতো ধরা পড়বে। এছাড়া এটা বন্দরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সন্দেহভাজন পণ্যবাহী ট্রাক স্ক্যান করতে পারবে।

বন্দর সূত্রে জানা গেছে, ফাইবার নুকটেক নামের বেসরকারি প্রতিষ্ঠানটি ৬ মাস এই স্ক্যানারের তত্ত্বাবধানে থাকবে।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাড়ি মালিকদের জন্য সুখবর
বেনাপোলে বিএসএফের রাবার বুলেটে ২ বাংলাদেশি আহত
বেনাপোল বন্দরে টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ভাড়া বাড়তে পারে মেট্রোরেলের 
X
Fresh