• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে জামায়াতের আমিরসহ আটক ৪৫

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৮, ১৩:০৯

গাজীপুরের পুবাইলে বৈঠকের সময় গাজীপুর মহানগর জামায়াতের আমির মো. সানাউল্লাহসহ ৪৫ জনকে আটক করেছেন পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

গাজীপুর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় স্বপ্নচূড়া নামক একটি রিসোর্টে নাশকতার পরিকল্পনা নিয়ে মিটিং করছিলেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সানাউল্লাহ গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। ২০ দলীয় জোটের সিদ্ধান্তে অবশেষে তিনি গত ২৩ এপ্রিল নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেয় তার দল জামায়াত। দলীয় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে হাসান সরকারের পক্ষে নির্বাচনী মাঠে থাকার ঘোষণাও দেয় দলটি।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে জামায়াতের পিছুটান
উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি-জামায়াতের ৭০ নেতা
দেশের সার্বভৌমত্বের বড় শত্রু বিএনপি-জামায়াত : শেখ পরশ
বিএনপি-জামায়াতের বিষদাঁত ভেঙে দেবো : নাছিম
X
Fresh