• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০১৮, ০৮:৩৮

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত ডাকাত।

শুক্রবার ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম নুরুল আলম ওরফে নুরু ডাকাত। তিনি সদর উপজেলার পূর্ব জাফরপুর এলাকার সামছুদ্দোহার ছেলে।

ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মদ আরটিভি অনলাইনকে জানান, চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় রাত সাড়ে তিনটার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে নুরুল আলম ওরফে নুরু ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন পুলিশের এক সদস্য।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিহত নুরু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh