• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘চাকরির আশ্বাসে’ ভিসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহার!

গোপালগঞ্জ প্রতিনিধি

  ২৫ এপ্রিল ২০১৮, ২০:৩৮

গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি চাকরি দেয়ার কথা বলে চাকরি দেননি। এজন্য ক্ষুদ্ধ হয়ে স্যারের বিরুদ্ধে এসব (যৌন হয়রানির অভিযোগ) কথা বলেছি। আসলে স্যার খুব ভাল মানুষ। আমাকে ‘চাকরি দেবেন বলে আশ্বাস’ দিয়েছেন।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একথা জানান নারী কর্মচারী আফরিদা খানম ঝিলিক।

ঝিলিক বলেন, ভিসি স্যার আমাকে চাকরি দেয়ার কথা বলে চাকরি দেননি। এজন্য ক্ষুদ্ধ হয়ে স্যারের বিরুদ্ধে যৌন হয়রানির কথা বলেছি। আমি ওই দিনের বক্তব্য প্রত্যার করে নিয়েছি। ভিসি স্যার ভাল মানুষ।

ভিসির বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ করেছিলেন আফরিদা খানম ঝিলিক তা কয়েক ঘন্টার ব্যবধানে প্রত্যাহারের ঘটনা নিয়ে সচেতন মহলে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।